নাটোরে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ওই যুব🐈কের বাড়ি গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামে। একই উপজেলার পিপলা নতুনপাড়া মহল্লায় বাড়ি গৃহবধূ আতিয়া খাতুনের। প্রেমের সম্পর্কের জেরেই দুজন আত্মহত্যা কর🌼েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গৃহবধূ আতিয়ার স্বামী মালয়েশিয়াপ্রবাসী। 🙈মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে আতিয়া বিষ পান করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
এদিকে আতিয়ার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে খুবজীপুর গ্রামღের রাকিব হোসেন নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধ💎ার করে পুলিশ। রাকিব ও আতিয়ার মধ্যে প্রেমের সস্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা🏅 (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে জানা গেছে গৃহবধূ আতিয়া খাতুন ও রাকিব হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমঘটিত বিষয় নিয়🧜ে তারা আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।