জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের সাবেক সদস্য চন্দ্রমৌলি বিশ্ব🅰াস মারা গেছেন। রোববার (১২ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কলকাতার বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। ইতিমধ্যে মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
চন্দ্রমৌলির বয়স হয়েছিল ৪৮ বছর। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা ও মা। রোববার তারা কেউ বাড়িতে ছিলেন না। সেই সময়ই ঘটে অঘটন। বর্তমানে শিল্পী যে ব্যান্ডের সঙ্🧸গে যুক্ত ছিলেন, তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত মরদেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির মরদেহ উদ্ধার করে।
চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তার ভক্ত-অনুরাগীরা। ঘনিষ্ঠজনের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন শিল্পী। কাজ না পাওয়ার হতাশা থেকেই এমন মর্মান্তিক পরিণতি।