• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মায়ের নামে মসজিদ করলেন ডিপজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১১:১৫ এএম
মায়ের নামে মসজিদ করলেন ডিপজল
পোস্টারে মনোয়ার হোসেন ডিপজল । ছবি: ফেসবুক থেকে

 মা প্রয়াত হাজি জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করলেন জনপ্রিয় খলনায়ক মনো🅺য়া🔜র হোসেন ডিপজল 

গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন প্রযোজক-অভিনেতা ডি🎐পজল। এর আগে ২০২৩ সালে এ মসজিꩵদটির নির্মাণকাজ শুরু হয়।

সম্প্রতি মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ডিপজল নিজেই জানিয়েছেন সে কথা। মসজ🌺িদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদ্রাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন বলে 🥂জানিয়েছেন এ অভিনেতা।

এদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হলো ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সে꧂ই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে বলেও জানান অভিনেতা।

ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষা꧅য় রয়েছে।

Link copied!