ওয়ানডে ও টি-টোয়ে🅺ন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস﷽্থান করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে বাংলাদেশ দল ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী আইরিশ দলকে। এমন বড় হারের পরও আইরিশ নারী ক্রিকেটাররা বেশ ফূর্তিতে রয়েছে বলেই মনে হচ্ছে।
শুক্রবা🎀র কোনো ম্যাচ ছিল না। পরের ম্যাচটি শনিবার সেই একই ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্💜টেডিয়ামে।
সিরিজের 🔯ফাঁকে শুক্রবার অনেকটাই ছুটির মুডে ছিলেন আইরিশ নারী খেলোয়াড়রা। এদিন মিরপুরে রিকশা ভ্রমণ করে অন্যরকম এ♏কটি দিন কাটালেন তারা।
ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃ🥃তিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছে ঢাকার রিকশা। বিদেশি ক্রিকেটাররা ঢাকায় এসে ঐতিহ্যের বাহনে চড়বেন, সেটাই স্বাভাবিক। আইরিশ নারী ক্রিকেটাররা জীবনে প্রথমবারের মতো রিকশায় চড়লেন। অনেকে আগ্রহ নিয়ে রিকশা চালানোরও চেষ্টা করলেন💮।
২ ডিসেম্বর সিরিজের তৃতীয়♈ ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও༺ আয়ারল্যান্ড। এরপর ৫. ৭ ও ৯ ডিসেম্বর মিরপুরেই তার খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।