পাকিস্তানের জনপ্রিয় জনপ্রিয় ব্যান্ড ‘জাল’-এর পর এবার ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের আরেক জ🗹নপ্রিয় ব্যান্ড বায়ান।
বাংলাদেশে এই ব্যান্ডটিকে প্রথমবারের মতো আনছে দেশের এ🃏কটি বেসরকারি প্রতিষ্ঠান। কনসার্টটি আগামী ১৭ ডিসে♎ম্বর আর্মি অডিটোরিয়াম, সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। কনসার্টের টিকিট খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অনলাইনে ছাড়া হবে বলে জানানো হয়।
বাংলাদেশ সফর সম্পর্কে বায়ান ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা ঢাকায় আমাদের সফর ট্যুর নিয়ে আসছি। এই সংবাদ আমাদের গোটা ব্♌যান্ডকে রোমাঞ্চিত করছে। সংগীত সবসময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখা হচ্ছে ১৭ ডিসেম্বর।’
পাকিস্তানের সংগীত জগতের আলোচিত ব্যান্ড বায়ান। ‘দ্য সফর ট্যুর’ শিরোনামে তারা প🧜াকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করবে। এই ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশে আসছ꧟ে দলটি।
তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নেহি মিলতা’, ‘মেরাꩵ মুসাফির’, ‘সুন෴ো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’ ইত্যাদি।
❀বায়ান ব্যান্ডের সদস্য সংখ🌳্যা: আসফার হোসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ, হায়দার আব্বাস।
সূত্র : কালবেলা