প্রথম টেস্টে ২৯৫ রানꦡে ভারত জয়ী হয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা খেল স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে খেলতে পারবেন না জস হেজলউড। দলের অন্যতম অভিজ্ঞ এই পেসারকে গোলাপি বলের টেস্টে পাবে না অস্ট্রেলিয়া। তার কোমরে ব্যথা। হেজলউডকে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ক্ষতি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া, এই ক্রিকেট ভেন্যুতেই ভারতের বিপক্ষে এক মহারেকর্ডের মালিক হেজলউড।
হেজলউডকে না পেলে অস্ট্রেলিয়ার প⛦েস আক্রমণ কিছুটা দুর্বল হবে। ভারতের বিরুদ্ধে ২০২০ সালে এই অ্যাডিলেডেই মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। সেই ম্যাচে ভারত ৩৬ রানে শেষ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ৮ উইকেটে।
হেজলউড বাদ পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া দল ডেকে নিয়েছে দুই পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেটকে। যদিও দলে স্কট বোলান্ড রয়েছেন। হয়তো গোলাপি বলের টেস্টে তাকেই খেলতে দেখা যাবে। অ্যাডিলেডে বোলান্ড শেষ খেলেছিলেন ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিন উইকেট নিয়েছিলেন সেই ম্যাচে। অস্ট্রেল𓂃িয়ার হয়ে বোলান্ডকে শেষ বার খেলতে দেখা গিয়েছিল ২০২৩ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। প্রায় দেড় বছর আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেতে চলেছেন তিনি।
৩৫ বছরের বোলান্ড দেশের হয়ে ১০টি টেস্টে ৩৫টি উইকেট নিয়েছেন। খেলেছেন ১৪টি ওয়ানডে ম্যাচ। নিয়েছেন ১৬ উইকেট। তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। নিয়েছেন তিন উইকেট। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে জাতীয়🌸 দলে ফিরেছেন বোলান্ড।