সাকি🀅ব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ’র মতো অভিজ্ঞ ও নির্ভরশীল খেলোয়াড় ছাড়াই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে সফরক♈ারী বাংলাদেশ। এন্টিগায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে এই ম্যাচে ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবিয়রা।
শনিবার জ্যামাইকার কিংস্টনের স্যাবিনা পা🌺র্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদ♏েশ। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলছিলেন, ‘একদম ভিন্ন একটা মাঠ। বেশ ভালো পরিম🍨াণে ঘাস আছে। এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে♏। আমরা সতেজভাবে এ ম্যাচটা শুরু করতে চাই।’
ব্র্যাথওয়েট বলেন, ‘জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট 𒀰ইন্ডিজও দল হিসেবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম। বোলাররা খুব উপভোগ করেছিল। ম্যাচের বেশিরভাগ সময়েই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এ অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে।’
ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেস বান্ধব হয়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।🌺 স্বাগতিক পেসারদের সামলাতে বেশ ভুগেছে টাইগার ব্যাটিং লাইনআপ। সিরিজের শেষ টেস্টেও পেস দিয়ে সফরকারীদের ভয় ধরাতে চায় উইন্ডিজ।
অধিনায়ক বলেন, ‘আমাদের যে পেসাররা আছেন তাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আ🥀ছে। তাদের ভবিষ্যত নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।’
ব্যর্থতার পরও ব্যাটারদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর মিরাজ বলেন, ‘আমি মনে করি আমরা কয়েকটি ভুল করেছি। কিন্তু ♏এমনটা ঘটতেই পারে।’
প্রথম টেস্টের ভুল🐽গুলো শুধরে নিয়ে দ্বিতীয় ও শেষ ম্যাচে জিততে বদ্ধপরিকর খেলোয়াড়রা। মিরাজ বলেন, ‘আমরা জানি আমরা কি ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা নিজ🍎েদের মধ্যে কথা বলেছি, আশা করছি পরের টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারবো।’