আবারও বর্🍰ণবাদী আচরণের শিকার হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিল ফরো🏅য়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছে এক শিশু ফুটবল দর্শক। তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল।
নাবালক দর্শকের আর্থিক জরিমানার পরিমাণ উল্লেখ করেনি খেলাধুলায় সহিংসতা, বর্ণবাদ, জেনোফোবিয়া (বিদেশী লোক বা বিদেশী কোনো কিছু সম্বন্ধে ভয়) ও অসহিষ্ণতা বিরোধী স্পেনের স্টে🧜ট কমিশন।
রিয়াল বলেছে, ‘যে শিশুটি আমাদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করেছে, সে ক্ষমা চেয়েছে। চিঠিতে আ🌃চরণের জন্য দুঃখও প্রকাশ করেছে। আদালতের পরামর্শে তিনি সামাজিক-শিক্ষামূলক কার্যক্রম প෴রিচালনা করতে রাজি হয়েছেন। জুভেনাইল পাবলিক প্রসিকিউটর অফিস তাকে এক বছরের জন্য অফিসিয়াল প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলেছে।’
ওই শিশু দর্শক পাবলিক প্রসিকিউট🐎র অফিস থেকে শাস্তি উল্লেকপূর্বক পাঠা𒊎নো চিঠি হাতে পেয়ে নিজের দোষ স্বীকার করেছেন। যে কারণে ঘটনাও মীমাংসিত হয়ে গেছে।
লা লিগার আগের মৌসুমে রায়া ভায়াকানোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভিনিসিয়ুসকে লক্ষ𝕴্য করে বিভিন্ন বর্ণবাদী স্লোগান দেয় স্বাগতিক দলের দর্শকরা। এই ঘটনার প্রতিবাদে আয়োজকদের কাছে নালিশ করে রিয়াল। পরে স্পেনের ক্রীড়া আদালতে মামলাও করে ক্লাবটি।
শুক্রবার রিয়াল আরও জানায়, গেল জুন থেকে ফৌজদারি বা শিশু আদালতে রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের চারটি মামলা নিষ্পত্তি হয়েছে🍌। যার সবগুলোতেই অপরাধীদের কোনো না কোনো শাস্তি হয়েছে।
এরআগে, গত অক্টোবরে ভিনিসিয়ুসকে অনলাইন মাধ্যমꩵে কটাক্ষ করার♚ অভিযোগে স্পেনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।