ওয়ান😼ডে ও টি-টোয়েন্টিতে ভালো করার জন্য তিনি টেস্ট খেলা থেকে আপাতত নিজেকে সরিয়ে রেখেছেন। কিন্তু বাকি দুটি ফ𒊎রম্যাটে তো তিনি দলে থাকেনই। কিন্তু সদ্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি নেই।
এ নিয়ে ভকꦉ্তদের মনে নানা প্রশ্ন। তিনি কি ইনজুরিতে পড়েছেন? নাকি ফর্ম♐ হারিয়ে ফেলে দলের বাইরে চলে গেছেন? বাংলাদেশের ‘কাটারমাস্টার’ বলে পরিচিত মোস্তাফিজুর রহমানকে নিয়ে এসব প্রশ্নের উত্তর পাওয়া গেল এবার। তার আড়ালে থাকার কারণ জানা গেল এবার।
মোস্তাফিজ সন্তানসম্ভবা স্ত্ꦿরীর পাশ🐓ে থাকতেই ছুটি নিয়েছেন। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।
বুধবার ফেসবুক পেজে এক পোস্টে নিজেই জানালেন সুখবরটা। টাইগার এই পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমর✃া একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’
২০১৯ সালের ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষারꦗ্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ মোস্তাফিজ।