বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান যেন খবরের শেষ নেই। শুধুমাত্র আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার ‘বিশেষ অপরাধ’ করায় একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন তিনি। তাকে হত্যা মামলার আসামিও করা হয়েছে অজানা কারণে। কারণ, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ♏সময় তিনি জাতীয় দলের হয়ে খেলতে দেশের বাইরে ছিলেন। আশা থাকলেও খেলতে পারেননি দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলেও জায়গা হয়নি তার।
এসব তো বাংলাদেশ নিয়ে। সম্প্রতি নতুন একটি বি🐻তর্ক যোগ হয়েছে সাকিবের নামের সঙ্গে বোলিং অ্যা꧒কশনের সন্দেহ। যেটার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই।
গত সেপ্টেম্বরে সারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচে আম্পায়ারদের সন্দেহ হয় তার বোলিং অ্যাকশন নিয়ে। সাকিব দুই ইনিংসে ৬✱৩ ওভার বোলিং করে ৯ উ🔯ইকেট নেন। তবে এর পরই উঠে আসে তার বোলিং অ্যাকশনের প্রশ্ন। যে কারণে এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব।
ইংল্যান্ডের বার্মিংহ্যাম শহরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সোমবার বিশেষজ্ঞদের সামনে বোলিংꩵ অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। তিনি মোট চার ওভার বোলিং করেন। প্রথম তিন ওভার🌳 জোরে এবং শেষ ওভার কিছুটা গতি কমিয়ে।
এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। সাকিব আশাবাদী, তার বোলিংয়ে কোন꧟ো ত্রুটি ধরা পড়বে না।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ব্যাট হাতে প্রায় ১৫ হাজার রান করার পাশাপাশি ৭১২ উইকেট শিকার করেছেন বাঁ হাতি এই স্পিনার। বিশ্বে আর কোনো বাঁ হাতি স্পিনারের এমন উইকেট লাভের রেকর্ড নেই। তবে দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।&ജnbs🐬p;
বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেলে ইংল্যান্ডে যেকোনো লেভেলের ক্রিকেট খেলার জন্য আর কোনো বাধা থাকবে না সাকিবের। 🔯তবে এই ঘটনা তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের 💖সূচনা করেছে।