আসছে শুক্রবার থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলতে নামবে সফরকারী দল ভারত। যা দু’দলের দ্বিতীয় ট🌜েস্ট। পার্থে প্রথম টেস্টের পিচের চরিত্র বুঝতে পারেননি অস্ট্রেলিয়ার কোচꦿ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যে পিচে প্রথম দিন ১৭টি উইকেট পড়েছিল, সেই পিচেই দ্বিতীয় ও তৃতীয় দিন দাপট দেখিয়েছিলেন ব্যাটাররা। তার আগে সেখানকার পিচ নিয়ে ধোঁয়াশা রয়েছে। অ্যাডিলেডে সব রকমের উইকেট তৈরি রেখেছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডের পিচের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পাঁচ থেকে ছয়টি পিচ তৈরি রাখা হচ্ছে। তার মধ্যে কোনও পিচ সবুজ, কোনও পিচে ঘাস একটু কম। আবার কোনও পিচে ঘাস প্রায় নেই বললেই চলে। তার থেকে বোঝা যাচ্ছে, সব রকম বিকল্প তৈরি রাখছে অস্ট্রেলিয়া। এই পিচগুলির মধ্যে কোনটিতে ভারতের বির🌸ুদ্ধে তারা খেলতে নামবে তা এখনও🦹 জানায়নি তারা। ফলে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
দিবারাত্রির ট✃েস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভাল। এখনও পর্যন্ত গোলাপি বলের একটি টেস্টও হারেনি তারা। ভারতের বিরুদ্ধে শেষবার এই মাঠেই দিবারাত্রির টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। তবে সেই ধাক্কা কাটিয়♕ে ২-১ সিরিজ জিতেছিল ভারত।
গোলাপি বলের টেস্টের প্রস্তুতি সেরেছে ভারত। শনিবার ও রোববার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলা ছিল তাদের। বৃষ্টিতে শনিবারের খেলা ভেস্তে যায়। ফলে রোববার ৪৬ ওভারের একদিনের ম্যাচ খেলে দু𝓡ই দল। সেই ম্যাচে ৬ উইকেটে ভারত জেতেಞ। বল হাতে নজর কাড়েন হর্ষিত রানা। ৪টি উইকেট নেন তিনি। রান পেয়েছেন যশস্বী জসওয়াল, শুভমান গিল, নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহ এই ম্যাচে খেলেননি। তবে অধিনায়ক রোহিত শর্মা রান পাননি। তাকে ওপেন করতেও দেখা যায়নি।