• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওয়ানডে সিরিজ

আইরিশদের হোয়াইটওয়াশ করতে ১৮৬ রান দরকার বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০১:৪২ পিএম
আইরিশদের হোয়াইটওয়াশ করতে ১৮৬ রান দরকার বাংলাদেশের
উইকেট লাভের পর উল্লসিত বাংলাদেশ দলের ফিল্ডাররা। ছবি : সংগৃহীত

বিশ্ব চ্যামꦗ্পিয়নশিপে ভালো পজিশনে থাকার জন্য সিরিজটা জেতা খুবই জরুরী ছিল। সেই কাজটা বাংলাদেশ নারী দল টানা দুই ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে হারিয়ে করে ফেলেছে আগেই। এবার সুযোগ তাদেরকে হোয়াইটওয়াশ করার। ১৮৬ রান করতে পারলেই প্রতিপক্ষ দল হোয়াইটওয়াশ হবে। প্রথমে ব্যাট করে ১৮৫ রান তুলেছে আয়ারল্যান্ড।    

সোমবার মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সাবধা🐭নী শুরু করে আয়ারল্যান্ডের মেয়েরা। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন সুলতানা খাতুন। তার বলে সারাহ ফোর্বেস (৫) বোল্ড হন। এরপর জুটি গড়েন গ্যাবি লুইস ও এমি হান্টার। 

তাদের ৪৮ রানের জুটি ভাঙেন রাব🐈েয়া খান। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান ৪♛০ বলে ২৩ রান করা এমি। তবে গ্যাবি তুলে নেন হাফ সেঞ্চুরি। তিনি আউট হওয়ার পর বিপর্যয়ে পড়ে আইরিশরা। 

৭৯ বলে ৫২ রান করা গ্যাবিকে বোল্ড করেন ফাহিমা খাতুন। পরের ২৬ রা♊নে আরও চার উইকেট হারায় আয়ারল্যান্ড। সপ্তম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন আরলেনে কেললি ও আলানা ডালজেল।

২৮ বলে ১৮ রান করে নাহিদা আক্তারের বলে তার হাতেই ক্যা♎চ দিয়ে কেললি ফিরলে এই জুটি ভাঙে।  ৪৪ বলে ১৯ রান করে আউট হন আলানা।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। আর দুই উইকেট ক🐻রে নেন সুলতানꦯা ও নাহিদা। 

Link copied!