পূ♈র্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ꧑টেস্টে হেরে এখন দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে টাইগাররা। কিংস্টনে চলছে এই টেস্ট। সোমবার রাতে শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।
লাল বলের সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরি🤡জ। তারপর আবার হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি স𓂃িরিজ। প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৮ ডিসেম্বর। হাতে একদমই সময় কম। অথচ ওয়ানডে সিরিজের জন্য এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকমন্ডলী।
তবে ই☂নজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শা🎉ন্ত দলে থাকছে না সেটা একপ্রকার নিশ্চিত। তার বদলে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ওয়ানডে দলে নেতৃত্ব দিবেন। যিনি টেস্ট সিরিজে দলের নেতৃত্বে রয়েছেন।
এদিকে, দল ঘোষণা না হলেও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে সোমবারই দেশ ছাড়ছেন চার ক্রিকেটার। তারা হলেন; মাহমুদউল্লাহ রিয়াদ, তা🗹নজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ। সন্ধ্যা সাড়ে ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন এই চার ক্রিকেটার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি এখন পর্যন্ত দল না ঘোষণার অন্যতম কারণ ইনজুরি সমস্যা। আগের সিরিজেই চোটে পড়ে ক্যারিবিয়ান সিরিজ থেকে পুরোপুরি ছিটকে পড়েন মুশফিকুর রহিম। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত নাম তাওহীদ হৃদয়ে꧅র। বিসিবির নির্বাচকরা অপেক্ষায়, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার। মূলত এসবের অপেক্ষ💦াতেই রয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল।
চলমান টেস্ট ম্যাচটি শেষে আ𒅌গামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬,☂ ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।