• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওয়ানডে সিরিজ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৪:৪১ পিএম
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
শারমিন আক্তার সুপ্তা শেষ ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন। ছবি : সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো পজিশনে থাকার জন্য সিরিজটা জেতা খুবই জরুরী ছিল। সেই কাজটা বাংলাদেশ নারী দল টা🐎না তিন ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে হারিয়ে করে ফেললো। তাদেরকে হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা। সোমবার মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে ৭৫ বল হাতে রেখেই জিতলো ৭ উইকেটের সহজ ব্যবধানে। প্রথমে ব্যাট করে ১৮৫ রান তুলেছে আয়ারল্যান্ড। ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান করে বাংলাদেশ।    

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের সময় মুর্শিদা খাতুনের (৮) উইকেট হারালেও জয় থেকে স্বাগতিকদের দূরে রাখতে পারেনি আইরিশরꦏা।

বাংলাদেশের হয়ে শারমিন আক্তার সুপ্তা ৭২, ফারজানা হক ৬১ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ১৮ রান করে🅷ন।

আয়ারল্যান্ডের অ্যামি মাগুই ২টি এবং প্রেন্ডারগাস্ট ১টি উইক🌳েট লাভ করেন।

এরআগে, টস জিতে ব্যাট করতে নেমে সাবধা🔯নী শুরু করে আয়ারল্যান্ডের মেয়েরা। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন সুলতানা খাতুন। তার বলে সারাহ ফোর্বেস (৫) ﷽বোল্ড হন। এরপর জুটি গড়েন গ্যাবি লুইস ও এমি হান্টার। 

তাদের ৪৮ রানের জুটি 🅠ভাঙেন রাবেয়া খান। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান ৪০ বলে ২৩ রান করা এমি। তবে গ্যাবি তুলে নেন হাফ সেঞ্চুরি। তিনি আউট হওয়ার পর বিপর্যয়ে পড়ে আইরিশরা। 

৭৯ বলে ৫২ রান করা 💃গ্যাবিকে বোল্ড করেন ফাহিমা খাতুন। পরের ২৬ রানে আরও চার উইকেট হারায় আয়ারল্যান্ড। সপ্তম উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন আরলেনে কেললি ও আলানা ডালজেল।

২৮ বলে ১৮ রান করে নাহিদা আক্তারের বলে তার🐭 হাতেই ক্যাচ দিয়ে কেললি ফিরলে এই জু𓆉টি ভাঙে।  ৪৪ বলে ১৯ রান করে আউট হন আলানা।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। আর দুই উইকেট করে নেন সুলতানা ও নাহি�ღ�দা।

মোট ১৭২ রান করা ফারজানা সিরিজসেরা নির্বাচিত হয়েছেন। যদিও শারমিন আক্তার সু𝔉প্তা সিরিজে ২১১ রান করেছেন। সুপ্তাকে অ𝕴বশ্য ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছে। 

 

Link copied!