• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লিভারপুলে থাকা না থাকা নিয়ে মুখ খুললেন সালাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৩:৫২ পিএম
লিভারপুলে থাকা না থাকা নিয়ে মুখ খুললেন সালাহ
মোহাম্মাদ সালাহ। ছবি: সংগৃহীত

মোহাম্মাদ সালাহ মানেই গোল। লিভারপুলের ‘গোলমেশিন’ তিনি। টানা সাত বছর ধরে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে অলরেডদের জার্সিতে আলো ছড়িয়ে যাচ্ছেন মিশরের বিশ্বনন্দিত স্টাইকার স🎉ালাহ। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেন তিনি।

অথচꦅ, লিভার💟পুলে তার ভবিষ্যৎ এখনো স্পষ্ট নয়।  তিনি লিভারপুলে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না।

যদিও চুক্তি অনুযায়ী, লিভারপুলে এটাই সালাহর শেষ মৌসুম। সালাহও নিজেও শেষ ধরেই এগোচ্ছেন। বিষয়♌টি এমন নয় যে, তিনি লিভারপুলে আর থাকতে চান না। তবে নতুন চুক্তির ব্যাপারে এখনো দলটি থেকে কোনো প্রস্তাব পাননি এই কৃতি ফরোয়ার্ড।

ম্যানসিটির বিপক্ষে ম্যাচশেষে সালাহ বলেছেন, বিষয়টি আমার মাথায় রয়েছে। এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে শেষ ম্যাচ। তাই আমি কেবল উপভোগ করতে চেয়েছিলাম। পরিবেশটা অবিশ্বাস্য ছিল। এখানে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা ক𝔍রি, আমরাই লিগ জিতব এবং পরের বিষয়টি দেখা যাক কী হয়।’

মাত্র আট দিনে দ্বিতীয়বারের মতো লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সালাহ। তিনি বলেন, ‘এখন ডিসেম্𓃲বর ম🅘াস শুরু হয়েছে। তবে ক্লাবে থাকার জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি আমি। ফলে আমি সবকিছু নিয়ে ভাবনায় আছি। আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকরা আমাকে ভালোবাসেন। যদিও বিষয়টা আমার কিংবা সমর্থকদের হাতে নেই। ফলে দেখা যাক কী হয়।’

Link copied!