• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিব কি চূড়ান্তভাবেই দলের বাইরে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৫:৪০ পিএম
সাকিব কি চূড়ান্তভাবেই দলের বাইরে?
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মনে হচ্ছে, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলেই নিতে চাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেট ব🐲োর্ডের (বিসিবি) নির্বাচকমন্ডলী। আর সম্ভবত সেটাও হচ্ছে বিসিবিরই ইঙ্গিতে। বিশেষ কর🦂ে বিভিন্ন সময়ে তাদের কার্যকলাপে তেমনটিই ভাবছে ক্রিকেটামোদীরা। 

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সি𝐆রিজের টেস্ট দল ঘোষণার আগে বিভিন্ন মিডিয়ায় কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছিল, কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল মিরপুর স্টেডিয়ামের বাইরে। তার পর যথারীতি তাকে ছাড়াই দল ঘোষণা করে বিꦆসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলও ঠিক একইভাবে ঘোষণা করে বিসিবি।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার আগে ঠিক সেভাবেই কিছু মিডিয়ায় রিপোর্ট হলো দল। যেখানে জড়িয়ে ছিল সাকিবের নাম। যেখানে বিসিবির সর্বোচ্চ কর্তাব্যক্তিও বলেছেন, সাকিব নাক🐲ি ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত নন। অথচ, আমরা জানি সাকিব ঠিক এই মুহূর্তে আবুধাবি টি-টেন লিগে খেলছেন। সেখানে অলরাউন্ড পারফর্মও করছেন ভালোভাবেই। যাইহোক, সব নাটকের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। যেখানে নেই সাকিবের নাম।    🦩;

গত কিছুদিনের ঘটনাপ্রবাহে যে ইঙ্গিত মিলছিল, সেটিই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। সাকিবকে ছাড়াই যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করা হলো, তখন ধরেই নেওয়া যায় আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একই নাটক তৈরি করা হবে। সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন্স লিগে তার অংশ নেওয়াটাও এখন 🍌চরম অনিশ্চয়তায় পড়ে গেল। ক্রিকেটারের ‘পোস্টারবয়’ সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। হয়তো সেটার শেষটা ঘটেই গেছে। শুধু বাকি আনুষ্ঠানিকতা।

সাকি𓂃বকে সবশেষ দেখা গিয়েছিল রঙিন পোশাকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্🗹রের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সাদা পোশাকে শেষটা দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর দেশের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও তিনি পারেননি দেশে তৈরি হওয়া এক আন্দোলন নাটকের কারণে। যেখানে তার বিপক্ষে ১০-১৫🌌 জনের একটি দল মিরপুর স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ করে। অথচ, একদিন পরই সাকিবের পক্ষে হাজার হাজার সমর্থক ঐ মিরপুর স্টেডিয়ামেই মিছিল-সমাবেশ করে। সেটা কিন্তু আমলে নেয়নি। ফলে ঐ টেস্ট সিরিজে খেলা হয়নি সাকিবের। 

তাহলে কি ধরে নেওয়া যায়, জাতীয় দলে তার আর খেলার কোনো সম্ভাবনা নেই। দেশের মাটিতে না হয় নিরাপত্তার কারণে বিশ্বনন্দিত ক্রিকেট তারকার জায়গ💙া নেই, কিন্তু বিদেশের মাটিতে তো আর সাকিবের বিপক্ষে কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে না। উল্টো, তার ‘৭৫’ নম্বর জার্সি পড়ে ওয়েস্ট ইন্ডিজে কিংবা আরব আমিরাতে প্রচুর দর্শককে গ্যালারিতে দেখা গেছে। তবে বিদেশের মাটিতে জাতীয় দলে কেন সাকিব নেই? এর উত্তর দিতে পারবেন বিসিবির কর্মকর্তারাই। 

 

 

Link copied!