• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্যুটার সাদিয়া আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৫:২২ পিএম
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শ্যুটার সাদিয়া আর নেই
মৃত্যুর আগে হাসপাতালে সাদিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের শ্যুটিং থেকে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। প্রায় দশ বছর ধরে ൲তিনি ছিলেন না শ্যুটিংয়ের সঙ্গে। সাবেক এই তারকা শ্যুটার সোমবার চিরতরেই হারিয়ে গেলেন। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শ্যুটার সাদিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স🐻াদিয়ার মৃত্যুর বিষয়টি নি🍬শ্চিত করেছেন সতীর্থ শ্যুটার ও ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা।

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। ꦕকমনওয়েলথ গেমসে শ্যুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শ্যুটিং অঙ্গন থেকে ཧনিজেকে গুটিয়ে রাখেন।

ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শ্যুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ ♓রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।

তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ 🐈জানিয়েছেন, ‘আমরা চট্টগ্রামে শ্যুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশ💞ি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’

ম𝔍স্তিষ্কে রক্ষক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সাদিয়া সুꦿলতানা💟র বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই।  দুপুর ২টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।’

বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর🎃 জানান, ‘বাদ এশা রাত আটটা নাগাদ কৃতি শুটার সাদিয়ার জানাজা অনু🃏ষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরেই হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গনে হবে।’

Link copied!