• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৬ ডিসেম্বর থেকে ‘দরদ’-এ মাতবে মালয়েশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:৫৯ পিএম
৬ ডিসেম্বর থেকে ‘দরদ’-এ মাতবে মালয়েশিয়া
দরদ পোস্টারে শাকিব খান। ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়া𒊎ন সিনেমা ‘দরদ’ মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ৬ ডিসেম্বর। জানা গেছে, দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে এ ꩵছবিটি।

এর আগে শাকিবের পরপর দুটি ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরꦬিবেশকরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে।

প্রিয়তমা ও তুফানের সাফল্যের পর এবার দ꧅রদ প্রদর্শনের স্বিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশী প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হেপী ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুর।

শুক্রবার (২৯ নভেম্বর)꧅ রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই জানানো হয়, ৬ ডিসেম্বর মাসে মালয়েশিয়াতে মুক্তি পাবে দরদ। ৭ ডিসেম্🅰বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবি মুক্তি পাবে।

যেসব হলে ‘দরদ’ ছবিটি যাবে তা হলো কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান ,সেলা🍌য়াং,শাহ আলম আইসিটি ,কেলাং বুকিটরাজা ,সুবাং সামমিট , কোতা টিংগি ,বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আ༺লোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় প্রবাসীরা শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে। এজন্যই মালয়েশিয়া-তে দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।

অনন্য মামুনের🍷 পরিচালনায় ‘দরদ’-এ শাকিব খান দুলু মিয়াঁ চরিত্রে অভিনয় করেন। ১৫ নভেম্বর মুক্তির পর ছবিটি ইতোমধ্যে দর্শকদের প্রশংসায় সিক্ত হয়েছে।🙈 এতে শাকিব খান ছাড়াও আছেন সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা প্রমুখ।

মালয়ে൲শিয়ায় মুক্তির আগে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাইয়ে মুক্তি পেয়েছে ‘দরদ’।

Link copied!