পুরুষদের তুলনায় অনলাইনে বেশি সময় কাটান নারীরা এবং অনলাইনেই ক্ষতির মুখে পড়তে পারেন এ নিয়ে বেশি উদ্বিগ্নও থাকেন তারা। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের যোগাযোগ༺ নিয়ন্ত্রক সংস্থা অফকম-এর গবেষণায়।
যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম-এর সর্বশেষ ‘অনলাইন নেশন’-এর প্রতিবেদনে দেখা গ꧃েছে, সব ধরনের ডিভাইস ব্যবহারকারী প্রাপ্তবয়স্কদের মধ্যে নারীরা প্রতিদিন পুরুষদের চেয়ে গড়ে ৩৩ মিনিট বেশি সময় অনলাইনে কাটান। আর ১৮ থেকে ২৪ বছর ব💃য়সি নারীদের ক্ষেত্রে এই প্রবণতা সবচেয়ে বেশি। তারা গড়ে পুরুষের তুলনায় ১ ঘণ্টারও বেশি সময় ব্যয় করেন।
অনলাইনে প্রকাশিত নানা ঘটনা বিশেষ করে উগ্রবাদ, মান🦹ব পা﷽চার, আত্মহত্যা এবং ঘৃণামূলক বা আক্রমণাত্মক কনটেন্ট দেখা যায়। গবেষণায় দেখা গেছে সেগুলো নিয়ে পুরুষদের চেয়ে বেশি উদ্বেগে ভোগেন নারীরাই।
গবেষণায় আরও কিছু তথ্য উঠে এসেছে। দেখা যায়, ভুল তথ্য, স্ক্যাম বা জালিয়াতি ও ঘৃণা ছড়ায় এমন কনটেন্টের মাধ্যমে অনলাইনে ক্ষতির মুখে পড়ার ꩵবাস্তব অভিজ্ঞতা নারীদের চেয়ে পুরুষদের মধ্যে বেশি। অন্যদিকে শরীরের গড়ন-🔴সংক্রান্ত পোস্ট এবং অস্বাস্থ্যকর খাবার বা জীবনযাপন প্রচারের মতো কনটেন্ট বেশি দেখেন মেয়েরা।
গবেষণায় পুরুষদের মধ্যে জেনারেটিভ এআই টুল ব্যবহার বা পর্নোগ্রাফি ওয়েবসাইট দেখার 💛প্রবণতা বেশি দেখা যায়। আর নারীরা বেশি সময় কাটান স্বাস෴্থ্য ও সুস্থ জীবনাচার-সংক্রান্ত ওয়েবসাইটে।
এ ছাড়াও গবেষণায় উঠে এসেছে, দৈনিক গড় সময় কাটানোর ভিত্তিতে শীর্ষে র🧸য়েছে ইউটিউব। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ। ইনস্টাগ্রাম, টিকটক এবং রেডিট ও এক্স যথাক্রমে রয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।