শীতে ছাদ বা বারান্দা নানান রঙে রাঙিয়ে তুলতে কে না ভালোবাসে। এক্ষেত্রে অনেকেরই পছন্দের ফুল গাছ পিটুনিয়া। অনেক শখ করে লাল, সাদা, সাদা-নীল, রংবাহারি পিটুনিয়া লাগালেন কিন্তু ফুলের দেখা পান না অনেকেই। বা পেলেও তা খুবই সামান্য। এর কা🐓রণ হলো বাগান ভরে গাছ লাগালেই তো হলো না প্রয়োজন ঠিকঠাক যত্ন ও পরিচর্যা। আর এর আগে গাছটি লাগাতে হবে ঠিক ভাবে। পর্যাপ্ত আলো বাতাস সঠিক অনুপাতে পেলেই না সে আপনাকে আপনার কাঙ্খিত ফুল দেবে। চলুন পিটুনিয়া লাগানোর ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখবেন-
- কাঙ্খিত ফুল পেতে হলে দরকার ভালো জাতের চারা। তাইতো যে রঙের পিটুনিয়া লাগাতে চান তার ভালো একটা চারা আগে সংগ্রহ করুন। তবে চারা খুব একটা ছোট না হলেই ভালো। ছোট হলে আগে কাপ বা ছোট টবে লাগান। তারপর একটু বড় হলে বড় টবে বসিয়ে দিন।
- গাছের জন্য মাটি খুব দরকারি। এক্ষেত্রে পিটুনিয়ায় ভালো ফুল পেতে মাটিটা ভালো ভাবে প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে দু’ভাগ জৈব সার, এক ভাগ মাটি এবং এক ভাগ কোকো পিট ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি টবে মাটিটা দিয়ে চারা বসিয়ে দিন। তবে খেয়াল রাখতে হবে টবে যেন ছিদ্র থাকে। কারণ টবে পানি জমলে গাছ মরে যাবে।
- মানুষ হোক বা গাছ সবার জন্যই পানি অপরিহার্য। তাই নিয়মিত গাছে পানি দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাটিতে বিশেষ করে গাছের গোড়ায় যেন পানি না জমে।
- গাছ টবে লাগিয়েই সূর্যালোকে রেখে দেবেন না। এতে গাছ মরে যাবে। এ ক্ষেত্রে প্রথমে সূর্যের তাপ সরাসরি পরে এমন জায়গায় রাখা যাবে না। আবার অন্ধকারেও রাখা যাবে না। যেখাবে পর্যাপ্ত আলো বাতাস আছে এমন জায়গায় রাখতে হবে। পরে ধীরে ধীরে সূর্যালোকে রাখতে হবে।
- গাছের ভাল ভাবে বেড়ে ওঠার জন্য মাঝে মধ্যে তরল জৈব সার দিতে পারেন।
- গাছ যদি বড় হতে থাকে এবং একটি মাত্র ডগা থাকে তবে ছেটে দিন। নয়ত কম ডাল হবে এবং ফুলও কম হবে। তাই ডগা কাটছাঁট করুন। অসময়ে কুঁড়ি এলে তা কেটে দিতে হবে। তাতেই গাছভর্তি ফুল আসবে।