বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ভারতের অস্কারজয়ী সংগীতকার এ আর রাহমান। একই দিন স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তারই বেজ গিটারিস্ট মোহিনী দেও। আর এতেই গুঞ্জন ওঠে, তবে কি এ আর রাহমানের বিবাহ বিচ্ছেদের কারণ মোহিনী? এ ꦏআর রহমান🏅 ও মোহিনী কি পুরনো বিয়ে ভেঙে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন! ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এ গুঞ্জন দিনে দিনে ডালপালা গজাতে থাকে।
বিষয়টি ন☂িয়ে মুখ খুলেছেন অনেকেই। এ আর রাহমানের সন্তানেরা এই গুঞ্জন নিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। মুখ খুলেছেন সংগীতকারের স্ত্রী সায়রা বানুও। তিনিও জানিয়েছেন, রাহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঠিকই, তা বলে এতটাও খারাপ মানুষ নন তিনি। বিরক্তি প্রকাশ করেছেন রাহমান নিজেও। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে বেশি জলঘোলা হলে আইনি পদক্ষেপ করবেন তিনি।
অবশেষে আর🌊 চুপ থাকতে পারেননি মোহিনীও। সোমবার এক ভিডিও বার্ত🅠ায় বলেছেন, “আমার জীবনে পিতৃপ্রতিম অনেকেই রয়েছেন। তাদের মধ্যে অন্যতম রাহমান। আট বছরেরও বেশি সময় তার সঙ্গে কাজ করেছি। তাকে অকারণ কলঙ্কিত করছেন। রাহমান আমার বাবার চেয়েও বড়।”