• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৮:১৩ এএম
বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী পন্থী নীল দল। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদ🐈কসহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। 

অপরদিকে বিএনপিপন্থী সবুজ দল থে𒊎কে জয়লাভ করেছেন মাত্র একজন প্রার্থী।

বꩲুধবার (২০ নভেম্বর) সকা🐻ল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয়।

এতে 𒁃১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন - সভাপতি একে𝓰এম মাসুম বিল্লাহ। সহ-সভাপতি তানভির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ, সহ-সম্পাদক এ ইউ এম মান্না ভূইয়া, মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক সাগর সরকার।

এ ছাড়া স💯দস্য নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ এসব প্রণয় র🔴ায় শুভ।

আওয়ামী পন্থীদের এই বিজয়কে♛ ঘিরে ব্যাংক খাতে বইছে সমালোচনার🐲 ঝড়।

সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী সর💟কার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকে আওয়ামী ꦕপন্থীদের এমন বিজয়কে আর্থিক খাতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।

অন্য প্যানেলগুলোর মধ্যে বিএনপিপন্থী সবুজ দল থেকে বিজয়ী একজন হলেন সহ-সভাপতি অমিতꦜাভ চক্রবর্তী। আর স্বতন্ত্র হলুদ দল থেকে বিজ🏅য়ী হয়েছেন পাঁচজন। 

তারা হলেন সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, প্রচার স⛄ম🦹্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম, সদস্য শাহরিয়ার রহমান সামস, সাবিকুন নাহার শিরিন, আবিদ আলী মোগল

Link copied!