• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিব খানকে নিয়ে নতুন বার্তা রাফির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৫:৫৬ পিএম
শাকিব খানকে নিয়ে নতুন বার্তা রাফির
শাকিব খান, রায়হান রাফী। ছবি: কোলাজ

সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন নির্মাতা রায়হান রাফি। কিং খানকে নিয়েꦛ নতুন আরো এক বার্তা দিলেন জনপ্রিয় এই নির্মাতা। শাকিব খানকে নিয়ে ঈদের সিনেমা বানাচ্ছেন জনপ্রিয় এই পরিচালক। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দেওয়ার কাজ শেষ করেছেন। 

এবারও তিনি দায়িত্ব দিয়েছেন ‘তুফান’ ছবির চিত্রনাট্যকার আಌদনান আদিব খানকে। বড়পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে।

নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘আ🐟মার কাজ সিনেমা বানানো। আমি সিনেমা বানাচ্ছি। তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনജই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়। আমিও করবো। শিগগিরই কাজে হাত দিব।’

একটি সূত্র নিশ্চিত করেছে যে, ঈদুল আজহায় মুক্তি পাবে রাফীর নতুন সিনেমা। সেটি হতে যাচ্ছে “তুফান”-এর চেয়ে বড় কাজ। দেশ-বিদেশের কয়েকটি প্রযোজনা 🧔সংস্থ🌊া যুক্ত হয়েছে ছবিটির সঙ্গে।

অন্যদিকে ‘লায়ন’ ও ‘তুফান-২’ সিনেমার অগ্রগতি প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘আগামী বছর 🦩সিনেমাগুলো মুক্তি পেত𝔉ে পারে। তবে সেটা কখন, তা বলতে পারছি না। এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতর ঢুকে পড়েছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনী﷽ত সিনেমা ‘দরদ’। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। 

এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন টলিউ𝔍ডের পায়েল সর𝄹কার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী প্রমুখ।

Link copied!