অন্তর্বর্তীকালীন সরকারের প🎐্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদে💖ষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এ সাক্ষাৎ হবে।
বি𒊎এনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এ♎দিকেཧ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংঘাত-হানাহানিসহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
এর আগে মঙ্গলবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেছেন, “পতিত স্বৈরাচার পেছন থেকে আবারও দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা⛄ করছে। দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন। এগুলো কী হচ্ছে? আসলে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে পেছনে থেকে তারা দে👍শ আবারও অস্থির করে তুলছে। এখানে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। একটু ধৈর্য ধরতে হবে।”