• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএল ২০২৫

অখ্যাতরা দল পেলেও পাননি ওয়ার্নার-ফিজ সহ তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০১:৩৩ পিএম
অখ্যাতরা দল পেলেও পাননি ওয়ার্নার-ফিজ সহ তারকারা
ডেভিড ওয়ার্নার ও মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

গতবার আইপিএলে এমনটি হয়নি। তারকা খেলোয়াড়রা প্রায় সকলেই দল পেয়েছিলেন। এবার অনেক নামী-দামী বিশ্ব তারকারা দ♑লই পেলেন না।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দুইদিনব্যাপী ম🦄েগা নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ‘কাটারমাস্টার’খ্যাত মোস্তাফিজুর রহমান, তরুণ স্পিনার রিশাদ হোসেন, সময়ের অসাধারণ পেসার তাসকিন আহমেদের মতো তারকারা। তাই নিলামে বাংলাদেশের সমর্থকরা হতাশ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম♕ে দেখা গেছে, তারা আইপিএল বয়কট করার আহ্বানও জানিয়েছে।

বা🌃ংলাদেশিরা ছাড়াও অনেক অভিজ্ঞ কিংবা কিংবদন্তি ক্রিকেটাররা দল পাননি নিলামে। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল ৭൲৫ লাখ রুপি। দুজনের কারো প্রতিই আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজগুলোর।

দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে মোস্তাফিজের সাবেক অধিনায়ক অজি তারকা ডেভিড ওয়ার্নার। আইপিএলে ৬ হাজার ৫৬৫ রান করেছেন। অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার💮 দল নꦬা পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।

আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনত𓃲ে ১ কোটি ১০ লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবেনেশ্বর কুমারের মতো তারকার জন্যেও হয়েছে ব্যাপক লড়াই।

ভারতীয়দের মধ্যে আরও দল পাননি শার্দুল ঠাকুর, সরফরাজ খা❀নের মতো ক্রিকেটারর꧅া।

এবারের আইপিএলের নিলামে বর্ষীয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন,💞 আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।

দল না পাওয়ার তালিকায় আছেন স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, ඣআলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।

Link copied!