• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেগা নিলাম শেষে কে কোন দলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৯:৪৮ এএম
মেগা নিলাম শেষে কে কোন দলে

দুই দিনের মেগা নিলাম শেষে আইপিএলের ১০ দল তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। টানটান উত্তেজনা, নানান হিসাব-নিকাশ শেষে দল স🎀াজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত। 

১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে𓂃 মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচ করেছেন। মোট ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। তবে কেনা হয়নি ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, মোস্তাফিজ, সাকিব সহ আরও অনেককে। যা অনꦓেককেই অবাক করেছে। 

এক নজরে দেখে নেয়া যাক নিলাম শেষেౠ কেমন হল ১০ ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

রিঙ্কু সিং (রিটেইন), বরুণ চক্রবর্তী (রিটেনশন), আন্দ্র💦ে রাসেল (রিটেনশন), সুনীল নারিন (রিটেনশন), হার্ষিত রানা (রিটেনশন), রামানদীপ সিং (রিটেনশন)।

বেঙ্কটেশ আয়ার,এনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘু🐎বংশী, স্পেন্সার জনসন, মঈন আলি, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মানিশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।  

রাজস্থান রয়্যালস (আরআর)

যশস্বী জয়সওয়াল (রিটেনশন), সঞ্জু স্যামসন (রিটেনশন), ধ্রুব জুরেল (রিটেনশন), রিয়ান পরাগ (রিটেনশন), শিমরন হ🐬েটমায়ার (রিটেনশন), সন্দীপ শর্মা (রিটেনশন)।

জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা𓂃, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়।

চেন্নাই সুপার কিংস (সিএসকে)

রুতুরাজ ☂গায়কওয়াড় (রিটেনশন), রবীন্দ্র জাদেজা (রিটেনশন), মাথিশা পাথিরানা (🐬রিটেনশন), শিভাম দুবে (রিটেনশন), মহেন্দ্র সিং ধোনি (রিটেনশন)। 

নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারান, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ 💛রশিদ।

গুজরাট টাইটান্স (জিটি)

রশিদ খান (রিটেনশন), শুভমন গিল (রিটেনশন), সাই সুদর্শন (রিটেনশন), শাহরুখ খান (রিটেনশন), রাহুল তেওয়াটিয়া (র♌িটেনশন)।

জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, গ্লেন🎶 ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, ন✃িশান্ত সিন্ধু।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)

বিরাট কোহলি (রিটেনশন), রজত পাতিদার (রিটেনশন), যশ𒐪 দয়াল (রিট🔯েনশন)।

জশ হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম 𒈔ডেভিড, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, ন♊ুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুঙ্গি এনগিডি, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে।

দিল্লি ক্যাপিটালস (ডিসি)
অক্ষর প্যাটেল (র🌞িটেনশন), কুলদীপ যাদব (রিটেনশন), ট্রিস্টান স্টাবস (রဣিটেনশন), অভিষেক পোড়েল (রিটেনশন)।

লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নাটরাজন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সামির রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি,𝕴 ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে।

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)

জাসপ্রীত বুমরౠাহ (রিটেনশন), হার্দিক পান্ডিয়া (রিটেনশন), সূর্যকুমার যাদব (রিটেনশন), রোহিত শর্মা (রিটেনশন), তিলক বর্মা (রিটেনশন✱)।

ট্রেন্ট বোল্ট, দীপক চাহ🧔ার, উইল জ্যাকস, নামান ধীর, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিস টপলি, রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুম🌼ার।

লখনৌ সুপার জায়ান্টস (এলসজি)

নিকোলাস পুরান (রিটেনশন), মায়াঙ্ক যাদব (রিটেনশন), রবಞি বিষ্ণোই (রিটেনশন), আয়ুষ বাদোনি (রিটেনশন), মহসিন খান (রিটেনশন)।

রিশভ পন্ত, আভেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকা🌠শ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল।

পাঞ্জাব কিংস (পিকে)

শশাঙ্ক সিং (রিটেনশন), প্রভাসিমরান সিং (রিটেনশন)।

শ্রꦆেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, মার্কাস স্টোইনিস, মার্কো ইয়ানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য্য, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান😼্নু।

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)
হেনরিখ ক্লাসেন (রিটেনশন), প্যাট কামিন্স (রিটেনশন), অভিষেক শর্মা (রিটেনশন), ꧟ট্রাভিস হে🌊ড (রিটেনশন), নিতীশ রেড্ডি (রিটেনশন)।

ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প♒্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে।

Link copied!