যা ধারণা করা হয়েছিল সেটাই হলো। বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএলে ফোকাসে আসুক, সেটা ভারতীয়রা চায় না। আর সে কারণেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না ‘কাটারমাস্টার💯’ মোস্তাফিজুর রহমান। নিলামে কোনো দলই তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। মোস্তাফিজ গতবার আইপিএলে অসাধারণ বোলিং করেছিলেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে।
আসন্ন আসরের জন্য জেদ্দায় সোমবার বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম। চলছে নিলাম। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। রোববার প্রথম দিন দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। স𓃲বমিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে। যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা ৭০।
দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল কেন꧅ উইলিয়ামসনকে। এই কিউই ব্যাটার দল পাননি। রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ`কে দলে নেয়নি কেউই।
শার্দুল ঠাকুর দল পাননি। ৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দরকে পেয়েছে গুজরাট। ২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৭ কোট☂িতে পাঞ্জাবে মার্কো জানসেন। দল পাননি ড্যারিল মিচেল। ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রোনাল পান্ডিয়া। নীতিশ রানাকে ৪ কোটি ২০ লাখে পেয়েছে রাজ🃏স্থান।
শাই হোপ অবিক্রিত থেকেছেন। রায়ান রিকেলটনকে ১ কোটিতে পেয়েছে মুম্বাই। দল পাননি কে এস ভরত। ২ কোটি ৬০ লাখ রুপিতে পাঞ্জাবে জস ইংলিস। দল♊ পাননি অ্যালেক্স ক্যারি ও ডন ফেরেইরা।
নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নামꦇ তোলা হয়েছিল মুস্তাফিজের। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসার অবিক্রিত থেকেছেন। দল পাননি বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও। এই লেগির ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি।
আইপিএলের প্রতিবারই বাংলাদেশি খেলোয়াড়দের তেমন মূল্যায়ন করা হ🦹য় না। এরমধ্যেই সাকিব আল হাসান, মোস্তাফিজ এ পর্যন্ত আইপিএলে যতগুলো আসরে অংশ নিয়েছেন, তাতে তারা হতাশ করেননি। কিন্তু সাধারণ মানের ভারতীয় ও ভারতের বাইরের দেশের অনেক খেলোয়াড়কে আইপিএলে নেওয়া হলেও বাংলাদেশি খেলোয়াড়রা অবহেলার শিকার হন। এরপরও মোস্তাফিজের মতো অনেক খেলোয়াড়ই আইপিএলের আশায় বসে থাকেন।