আইভরি কোস্ট রোববার লাগোসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র মাত্র সাত রালে অলআউট হয়ে অন্য♍রকম বিশ্বরেকর্ড গড়েছে। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর।
নাইজেরিয়া প্রথমে ব্যাট ক🎃রে সেলিম সালাউ ৫৩ বলে ১১২ রান করেন এবং স্বাগতিকরা ২৭১ রান কর𒆙ে।
কিন্তু আইভরি কোস্ট মাত্র ৭ রানে অলআউট হয়ে ২৬৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়। যেখানে আইভরি কোস্টের ছয়জন ব্যাটারই 🌄 শূন্য রানে আউট হয়ে যান। ওপেনার ওউত্তারা মোহাম্মদ সর্বোচ্চ ৪ রান করেন। মিমি অ্যালেক্স, মাইগা ইব্রাহীম এবং ডিজে ক্লদ ১ করে রান পান।
এই বছরের শুরুতে মঙ্গোলিয়া এবং❀ ২০২৩ সালে আইল অফ ম্যান দল মাত্র ১০ রানে অলআউট হয়ে আগের রেকর্ডটি করেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।
টি-টোয়েন্টিতে নাইজেরিয়া জয়ের তৃতীয় বৃহত্তম রেকর্ড গড়ে꧙ছে।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপের আগের ম্যাচে আইভরি কোস্ট তাদের আগের ম্ꦑযাচে মাত্র ২১ রানে অলআউট হয়ে ১৬🔯৪ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল সিয়েরা লিওনের কাছে। এবার তার থেকেও কম রান করলো তারা।
টি-টোয়েন্টি নারী ক্রিকেটে অবশ্য সর্বনিম্ন রানের🉐 রেকর্ড𝐆টি মালদ্বীপ এবং মালির। যারা উভয়েই ২০১৯ সালে মাত্র ৬ রান করেছিল নিজেদের ইনিংসে।