চলতি বছর প্যারিস অলিম্পিকে ব্রুনি পেজ প্রথম ব্রি🔥টিশ খেলোয়াড়ไ হিসেবে ট্রামপোলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন।
তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবার স্বর্ণপদক জয়ের আশা করছেন। তবে তার আগে, তিনি আরেকটি꧑ চ্যালেঞ্জ নিচ্ছেন সার্কাসে যোগদান করে।
৩৩ বছর বয়সী ব্রুনি সির্ক ডু সোলেইল সা🎃র্কাস দলে যোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ নিতে কানাডার মন্ট্রিলে যাবেন🌃। আগামী বছরেই তার ওই প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা রয়েছে।
সার্কাস দলে যোগদান বিষয়ে ব্রনি বলেন, ‘আমি শোতে পারফর্ম করার এবং ট্রামপোলিনকে অন্যভাব✅ে ব্যবহার করার ধারণা পছন্দ করি।’
ব্রুনি চলতি বছর প্যারিসে স্বর্ণপদক জেতার আগে ২০১৬ স🔴ালে রিও অলিম্পিকে রৌপ্যপদক এবং ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়র করেন।
বিশ্বের বৃহত্তম সার্কাস দলের মধ্যে একটি সির্ক ডু সোলেইল। তারা ৩০ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে। সার্কাস হলো অভিনয়, স্টান্ট এবং নাচের মিশ্রণ। এই সার্কাস দলটি কানাডায় অবস্থিত। কিন্তু তারা প্রতি বছর হাজার হাজার মানুষকে বিনোদন দেওয়ার জন্য সারা বিশ্বে পারফর্ম করে। এখন তাদের সঙ্গে দেখা যাবে ইংল্যান্ডের ব্রুনিকꦯে।