সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই সুপারহিট। শুধু দেশে নয়, বিদেশেও বেড়েছে তার অভিনয়ের 🏅কদর। তার সঙ্গে অভিনয় করেতে মুখিয়ে থাকেন দেশ-বিদেশের তারকা অভিনেত্রীরা। প্রিয় এই তারকার সিনেমা নিয়ে যেমন কৌতুহল তেমনি নায়কের ব্যক্তিজীবন নিয়েও ব্যাপক কৌতূহল ভক্তদের।
বিভিন্ন সময়ে নায়কের সঙ্গে একাধিক নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। আবারও এমন একটি ঘটনাকে ✤কেন্দ্র করে শাকিবকে নিয়ে আলোচনা হচ্ছে। তাকে বিভিন্ন ইভেন্টে নায়িকা পূজা চেরির কাছাকাছি দেখা মিলছে। শুক্রবার (২২ নভেম্বর) দরদ সিনেমার প্রদর্শনীতেও শাকিব-পূজাকে কাছাকাছি দেখা যায়। দুজনের পোশাকের রঙেও ছিল মিল।
ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে তরুণ প্রজন্মের ಌনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন বেশ কয়েক বছর ধরেই বিদ্যমান। ‘গলুই’ সিনেমার শুটিং সেটে দুজনের ঘনিষ্ঠতার শুরু বলে গুঞ্জন চাউর রয়েছে। তবে সংবাদমাধ্যমে এই দুই তারকা সব সময়ই গুঞ্জন এড়িয়ে গেছে। গলুইয়ের পর শাকিব-পূজাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। কিন্তু নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে তার সিনেমার প্রচারণায় উপস্থিত থাকেন পূজা।
বিভিন্ন ইভেন্টে তাদের কাছাকাছি দেখꦗা যায়। শাকিব ব্যস্ত আন্তর্জাতিক মানের সিনেমা নিয়ে। হাল সময়ে বেশির ভাগ সিনেমাতেই তাকে বিদেশি নায়িকাদের সঙ্গে দেখা যাচ্ছে। এই তো নায়কের সদ্য মুক্তি পাওয়া সিনেমা দরদ’র নায়িকাও তো বলিউডের সোনাল চৌহান। অন্যদিকে কিছুদিন আগে মুম্বাইতে শুটিং করা বরবাদের নায়িকাও কলকা😼তার ইধিকা পাল।
এদিকে দেশে থাকাকালীন সময়ে নিজে🙈র ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ইভেন্টে একঝাঁক তারকা নিয়ে হাজির হন শাকিব। তবে সেসব আয়োজনে পূজার উপস্থিতিও থাকে চোখে পরার মতো। ঢালিউডের অন্দরে কানপাতলে শোনা যায়, পূজাকে বেশিই কেয়ার করেন ঢাকাই ছবির কিং।
সম্প্রতি নিজের অভিনীত `দরদ` দেখতে তারকাদের নিয়ে হাজির হয়েছিলেন শাকিব। সেখানেও ছিলেন পূজা চেরি। রাজধানীর এসকেএস টাওয়ারের মাল্টিপ্লেক্সেও তারকাদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের জোয়ার দেখা যায়। যাবেই না কেন দেশের শীর্ষ নায়ক সিনেমা দেখতে ൲গিয়েছেন। শোবিজের এই মুহূর্তেও এর চেয়ে বড় ইভেন্ট আর কিইবা হতে পারে। এ সময় শাকিব মন্তব্য করেন ২০২৪ সালের হাইয়েস্ট কালেকশন দরদের। অন্যদিকে পূজা চেরিও দেশসেরা নায়কের প্রশংসা করেন। খুনসুটি করতেও দেখা যায় দুজনকে।
তবে এত কিছুর ভিড়ে সবার নজর কাড়ে শাকিব-পূজার পোশাক। কারণ অনুষ্ঠানে এই দুই তারকাই পরেছিলেন অ্যা🍸শ রঙের ড্রেস। গুঞ্জন হচ্ছে এই, শাকিব-পূজা কি ড্রেস কোড মিলিয়েই অনুষ্ঠানে এসেছিলেন।