নানার মৃত্যুবার্ষিকী পালন করতে চিত্রনায়িকা পরীমণি বর্তমানে তার না🌳নাবাড়ি বরিশাল অবস্থান করছেন। প🌺্রিয় নায়িকাকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছেন স্থানীয় শিক্ষার্থীরা। তার সঙ্গে ছবি তুলতে পরীমণির নানার বাড়ির উঠানে ভিড় করছে তারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) 🗹পরীমণি একটি ভিডিও প্রকাশ করেছেন তার ফেসবুকে। যেখ﷽ানে দেখা যাচ্ছে স্কুলগামী শিক্ষার্থীরা বাড়ির উঠানে ভিড় জমিয়েছে।
প্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য তারা স্কুল ♌থেকে ছুটে এসেছেন। পরীমণি তাদের মজার ছলে বলছেন,🐷 “তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?”
তারপর তাদের বিকেলে আসার কথা বলেন অভিনেত্রী। তার কথাই বিকেলে আবারও চলে আসে তারা। সবার সঙ্গে একে একে সেলফ🐼ি তু♛লতে দেখা যায় পরীমণিকে।
অভিনেত্রী সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই𒉰 আমার পไরম পাওয়া।”