শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার কারণে সহজেই নানান সমস্যা শরীরে ঝেঁকে বসে। এর মধ্যে মুখের কোণে ঘা অন্যতম। আর মুখের এই ঘা অস্বস্থি কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে খাবার খাওয়ার সময় মুখে জ্বালা হয়। কথা বলার সময় বা হ🙈াসার সময়ও খারাপ লাগে। এক্ষেত্রে আপনার রান্না ঘরেই এমন অনেক উপকরণ আছে যেগুলো মুখের ঘায়ের জ্বালা কমাতে সাহায্য করবে। স্বস্থি দেবে এবং ঘা দ্রুত দূর হবে।
অ্যাপ্ল সিডার ভিনিগার
অনেকের রান্নাঘরেই থাকে অ্যাপ্ল সিডার ভিনিগার যা আপনার মুখের ঘা দূ🍌র করতে কার্যকরী। এক্ষেত্রে নরম কাপড় এই ভিনিগারে ভিজিয়ে ঠোঁটের ঘায়ে লাগান। কিছু সময়ের মধ্যেই জ্বালা কমবে। আসলে ভিনিগারের ভাইরাসনাশক গুণ এই ক্ষত সৃষ্টিকারী ﷽জীবাণু নিকেশ করে।
নারিকেল দুধ
বাড়িতে নারিকেল দুধ থাকলে সেটা ২-৩ বার মু🍸খের ঘায়ে লাগিয়ে নিন। এটি আলসারে শক্তিশালী সুরক্ষা দেয়। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে, এর প্রাকৃতিক শীতল প্রভাব কালশিটে জায়গাটিকে প্রশমিꦰত করে।
রসুন বাটা
রান্না ঘরের সবচেয়ে প্রয়োজনীয় মসলা রসুন। মুখের ঘা কমানোর স𓆉হজ উপায় হল রসুন বাটা ঘায়ে লাগানো। রসুন বাটা ঘায়ের উপর দিনে দু’-তিন বার লাগান। আরা🦩ম পাবেন।
মধু
মধু হলো একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটা প্রদাহ বিরোধী। সঙ্গে হলুদ মেশাতে পারেন। উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে ঘায়ে ঘষুন এবং ১৫ মিনিট রেখে দিন। এই দুই উপাদান একসঙ্গে মিশ্রিত হলে তা মুখܫের ঘায়ের জন্য একটি শক্তিশালী প্রতিকার 🎐তৈরি করে।