• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আবুধাবি টি-টেন লিগ

টানা দুই ম্যাচ জিতলো সাকিবের বাংলা টাইগার্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৯:৩৮ পিএম
টানা দুই ম্যাচ জিতলো সাকিবের বাংলা টাইগার্স
প্রতিপক্ষের উইকেট পতনের পর উল্লসিত সাকিবরা। ছবি: সংগৃহীত

আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বাং🌺লাদেশের বিশ্বসেরা অলরাꦛউন্ডার সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। 

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলা টাইগার্স ১০ উইকেটে নর্দার্ন ওয়ারিয়র্স দলকে পরাজিত করে। নর্দার্নের ৫ উইকেটে ১০৭ রানের 🐻জবাবে বাংলা টাইগার্স ৭.৫ ওভারে বিনা উইকেটে করে ১১০ রান।

বিজয়ী দ𝄹লের হজরতউল্লাহ জাজাই ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৩ ও মোহাম্মদ শাজজাদ ৮টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন। 

এরআগে টস জিতে বাংলা টাইগার্স দলের অধি🃏না🐟য়ক সাকিব প্রথমে ফিল্ডিং নেন। 

নর্দার্নের মনরো অপরাজিত ৫৯ রান করেন। 

বাংলা টাইগার্স দল🐎ের রশিদ খান ও ইফতেখার ২টি করে উইকেট লাভ করেন।&𒁏nbsp;

সোমবার রাতে বাংলা টাইগার্স তাদের আগের ম্যাচে꧒ ৭ উইಞকেটে দিল্লি বুলসকে পরাজিত করে।

Link copied!