সিলেটের জাফলংয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শায়ল🌌া শারমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্ত্রী🐓 খুশনাহার, তাঁর প্রেমিক মাহমুদুল হাসন ও সহযোগী নাদিম।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট জালাল উদ্দীন। তিনি বলেন, “২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালি🍒য়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।”
নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রী খুশনাহারসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থ♛ানীয় রিয়ারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি।
হত্যাকাণ্ডের🅷 পর নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, নিহতের স্ত্রীর সঙ্গে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিধিবহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে আল ইমরানকে ঘুমꦆের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তাঁরা। পরে কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তাঁর সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করে পুলিশ।