• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘কাট বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে গেলেন অভিনেতা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০২:৫৩ পিএম
‘কাট বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে গেলেন অভিনেতা’
অভিনেত্রী সায়নী গুপ্ত। ছবি: সংগৃগীত

‘কাট’ বলার পরও চুমুর দৃশ্য চালিয়ে গেলেন অভিনেতা। শুটিংয়ের๊ সময় সহ–অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সায়নী গুপ্ত। রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষ🤡াৎকারে এই বাঙালি অভিনেত্রীর এমন অভিযোগ করেছেন।

সাক্ষাৎকারে সায়নী বলেন, ‘আমি অন্ত﷽রঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি ২০১৩ সালে “মার্গারিটা উইথ আ স্ট্র” সিনেমায় এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ; কারণ, এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নেয়।

 

 

আমি নিজেও এমন পরিস্থ🉐িতিতে পড়েছি, যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।’

গোয়ায় একটি আউটডোর শুটের কথা মনে করে সায়নী বলে🙈ন, সেই শুটিংয়ে তাঁকে একটা ছোট পোশাকে স🍷ৈকতে শুয়ে থাকতে হয়েছিল।

এই অভিনেত্রী আরও  বলেন, ‘ওই সময় আমি খুব অস্বস্তি বোধ করছিলাম; কারণ, আমার সামনে তখন প্রায় ৭০ জন দাঁড়িয়ে ছিল। এদি💙কে সেটে আমার পাশে তখন একজনও ছিল না, খুব বেশি স্টাফও ছিল না…। আমি বললাম, আমাকে শাল দিয়ে ঢে🌺কে দেওয়ার জন্য সঙ্গে একজনকে দরকার।

এমন অনেক ক্ষেত্রেই ঘটে, যখন কোনো অভিনেতার সুরক্ষার বিষয়টি🌳ও ভাবা উচিত। সব সময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে, এমনটাও নয়, কখনো কখনো আপনাকে নিজের সীমানার সঙ🎶্গেও আপস করতে হয়। এই মানসিকতা বদলানো দরকার।’

সায়নীকে সম্প্রতি রোমান্ꦛটিক কমেডি ছবি ‘খোয়াবোঁ কা ঝামেলা’তে প্রতীক বাব্বরের সঙ্গে দেখা গেছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্ত𒈔ি পেয়েছে।

Link copied!