• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৩ সেকেন্ডের জন্য নয়নতারার বিরুদ্ধে ধানুশের মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৫:৪৫ পিএম
৩ সেকেন্ডের জন্য নয়নতারার বিরুদ্ধে ধানুশের মামলা
ধানুশ, নয়নতারা। ছবি: কোলাজ

দক্ষিণ ভারতের সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত নায়িকা নয়নতারা।  ২০২২ সালে ভিগনেশ শিবনকে বিয়ে কꦑরেন এই অভিনেত্রী। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাদের প্রেম কাহিনী ও বিয়ে নিয়ে একটি তথ্যচিত্র। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল ডকুমেন্টারি’ এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে লাইভ হওয়ার আগে, নয়নতারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চমকপ্রদ খোলা চিঠি লিখেছিলেন।

যে চিঠিতে 🍒তথ্যচিত্রে ব্যবহৃত তিন সেকেন্ডের ফুটেজের জন্য ধানুশের সহযোগিতা চাওয়া হয়েছিল। একইসঙ্গে অনাপত্তিপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

‍‍‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল‍‍’ -এ ন𓆏ানুম রাউডি ধন সিনেমার তিন সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করা হয়েছে। ওই সিনেমাতে নয়নতারা ও বিজয় সেতুপাতি অভিনয় করেছিলেন এবং পরিচালনা করেছিলেন ভিগনেশ শিবান। 

সিনেমাটি প্রযোজনা করেছেন ধানুশ, সুতরাং ফুটেজের অধিকার তার কাছেই রয়েছে। এ নিয়ে নয়নতারা একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। যেখানে বলা হয়েছে, ধানুশ তার  সঙ্গীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ পোষণ করছেন। এই বিষ🌜য়টি অনেককে হতবাক করেছে এবং এটি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম বলিউ🦩ড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, ধানুশ নয়নতারা ও ভিগনেশ শিবনের বিরুদ্ধে সিনেমার ফুটেজ ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছেন।

 

ভারতের আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ℱী, ধানুশ তার মামলা নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আদালতে আইনের অধীনে মামলাটি চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে🃏ন।

এর আগে, ধানুশ নয়নতারাকে তিন সেকেন্ডের ক্লিপটি ব্꧙যবহারের জন্য ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছিলেন। 

ধানুশের অভিযোগ,🌌 নয়নতারার তথ্যচিত্রে নানুম রাউডি ধনের ফ♋ুটেজ ব্যবহার করা হয়েছে।

খোলা চিঠিতে নয়নতারা লিখেছেন, ‍‍‘তথ্যচিত্রের বিরুদ্ধে আপনি যে প্রতিহিংসা ছড়াচ্ছেন, তা কেবল আমার সঙ্গী ও আমার জীবনে প্রভাব ফেলছে না, যারা এই প্রকল্পের জন্য কাজ করেছেন ও সময় দিয়েছেন তাদের জীবনেও প্রভাব ফেলছে। আমি, আমার জীবন, আমার প্রেম ও বিয়ে নিয়ে নেটফ্লিক্সের এই ডকুমেন্টারিটিতে আমার ইন্ডাস্ট্রꦇির অনেক শুভাকাঙ্ক্ষীদের ফুটেজ আছে। যারা আমার সঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন, আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন।‍🎉‍`

গত ১৬ নভেম্বর নয়নতারা সামাজিক মাধ্যমে ওই খোলা চিঠি পোস্ট করেন। এই অভিনেত্রী বলেছিলেন, তিনি দুই বছর ধরে তারা ধানুশের কাছে সিনেমার ভিডিও, গান, ছবি ব্যবহারের জন্য অনাপত্তিপত্র সনদ𝔍 চাইছিলেন, কিন্তু তিনি রাজি হননি। 

এই লেডি সুপারস্টার চিঠিতে ধানুশের সমালোচনা করেন এবং নেটফ্লিক্স 🉐রিলিজে তিন সেকেন্ডের ফুটেজ ব্যবহারের জন্য ১০ কোটি রুপি দাবি করাকে ‍‍ নিম্ন মানসিকতার‍‍ পরিচয় হিসেবে উল্লেখ করেন। 

ধানুশ মামলায় চিঠিটিকে ‍‍`অত্যন্ত মানহানিকর‍‍` বলে অভিহিত করেছেন। এর দুদিন পর ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ‍‍ ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল‍‍`।
 

Link copied!