তরুণ প্রজন্মের বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। প্রেমের কারণে বহুব🔜ার শিরোনাম হয়েছেন। নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন, তেমনটাই করেছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন, তাতেই হ্যাঁ বলেছেন। নিজেকে অনেকটা বদলেছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই। তাই এবার নতুন প্রেমিককে কঠিন শর্ত দিলেন অনন্যা।
এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সবাকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে 🎶সেটি মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়।
কিন্তু এবার আর তেমনটি করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আর আপস করবেন না; বরং তিনি যেমন, তার প্রেমিকꦉকে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে।
বয়স ꦕবেড়েছে, বদলেছে প্রেমের সংজ্ঞা। অনন্যার কথায় আমার একটাই চাহিদা, এমন মানুষ চাই যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। এমন নয় যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে, কেবল শুনলেই হবে।
এর আগে অনন্যা পান্ডের সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেমসম্পর্ক ছিন্ন হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এ বিচ্ছেদ ঘটে অভিনেত🐓্রীর। শোনা যাচ্ছে আম্বানিদের বেতনভুক্ত কর্মচারী ও সাবেক সুপার মডেল ও♔য়াকার ব্লাঙ্কোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।