• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডারবান টেস্ট

ইয়ানসেনের তোপে ভারতের লজ্জার রেকর্ড স্পর্শ শ্রীলঙ্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:২০ পিএম
ইয়ানসেনের তোপে ভারতের লজ্জার রেকর্ড স্পর্শ শ্রীলঙ্কার
উইকেট লাভের পর ইয়ানসেনকে ঘিরে প্রোটিয়া ফিল্ডারদের উল্লাস। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর মাত্র ৪২ রান। এবার তাদেরই প্রতিবেশি দেশ শ্রীলঙ্কা সেই লজ্জার রেকর্ড স্পর্শ করলো। মাত্র ৮৩ বলে ৪২ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা। 🍎মার্কো ইয়ানসেনের তোপে পড়ে তাদের এই হাল হয়েছে। যা শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

ডারবান টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিক দඣক্ষিণ আফ্রিকাও খুব ভালো করেনি। তারা গুটিয়ে যায় ১৯১ রানে। মাত্র ১৩ রানে ৭ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ দুমড়েমুচড়ে দেন ইয়ানসেন। ১৯০৪ সালে অস্ট্রেﷺলিয়ার হিউ ট্রাম্বলের পর প্রথম বোলার হিসেবে ৭ ওভারের ভেতর ৭ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন বাঁহাতি এই পেসার।

শ্রীলঙ্কার এটা ছিল দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এরআগে, ১৯৯৪ সালে পাকিস্তꦫানের বিপক্🅠ষে ক্যান্ডিতে অলআউট হয়েছিল ৭১ রানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর💫। এর আগে ভারত ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে💯 মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল।  

কন্ডিশনের সুবিধা নিয়ে নতুন বলে দারুণভাবে নিজেদের মেলে ধরেন প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা, ইয়ানসেন ও গেরাল্ড কুটসিয়া। বিশেষ করে ৬ ফুট ৯ ইঞ্চি🐠 উচ্চতার ইয়ানসেন আবির্ভূত হন দানবীয় রূপে। একে একে তিনি শিকার করেন পাথুম নিশাঙ্কা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, প্রভাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দোকে।

লঙ্কানদের হয়ে পাঁচজন ব্যাটারই সাজঘরে ফেরেন শূন্য রানে। দুই অঙ্ক ছুঁতে পারেন🦩 কেবল দুজন। সর্বোচ্চ ১৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থ𒅌েকে। এছাড়া দশ রান করে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।

ইয়ানসেন বাদে কুটসিয়া দুটি ও ধ্বংসযজ্ঞের শুরু করা 🎃রাবাদা নেন একটি উইকেট।

প্রোটিয়াদের ১৪৯ রানের ল𒊎িড পাওয়ার পেছনে বড় কৃতিত্ব আছে অধিনায়ক টেম্বা বাভুমারও। প্রতিকূল পর🥀িস্থিতিতে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১১৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন তিনি।

টেস্ট ক্রিকেটে অবশ্য সর্বনিম্ন র্ন নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংর‌্যান্ডের বিপক্ষে তারা ২৬ রানে অলআউট হয়েছিল। বিভিন্ন দেশের সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার ৩০, অস্ট্রেলিয়ার ৩৬, আয়ারল্যান্ডের ৩৮, বাংলাদেশের ৪৩🌺, ইংল্যান্ডের ৪৫, ওয়েস্ট ইন্ডিজের ৪৭, পাকিস্তানের ৪৯, জিম্বাবুয়ের ৫১, আফগানিস্তানের ১০৩ রান।

 

 

Link copied!