২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট তারকা দিয়েন্দ্রা ডটিন। এরপর তিনি অবসর থেকে ফিরে আসেন এবং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে খেলেন। তিনি এখন ওয়ানডের অবসরও ভাঙতে যাচ্ছেন। ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজꦗ দলে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলতি বছরের ডিসেম্বর মাসেই ওয༒়েসꦐ্ট ইন্ডিজ নারী দল ভারত সফরে যাবে। সফরে ভারতীয় নারী দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।
এই সফরের জনဣ্য নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন হেইলি ম্যাথিউস। ভাইস-ক্যাপ্টেন করা হয়েছে শামাইন ক্যাম্পবেলকে। ৩৩ বছর বয়সি অভিজ্ঞ অলরাউন্ডার স্ট্যাফানি টেলর দলে জ𒆙ায়গা পাননি। তিনি এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি। তার জায়গায় ডটিন নিজের অবসর ভেঙে দলে ফিরবেন।
অবসরের পর তিনি এখন প্রথ🥃মবারের মতো ওয়ানডে দলে ফিরবেন। তিনি তার শেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের মার্চে। তাকে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়।
তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪৩টি ওয়ানডে ম্যাচে ৩৭২৭ রান এবং ১৩২ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৮১৭ রান করেছেন। তারা ছাড়াও, ফাস্ট বোলার শাবিকা গজানবি এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান রাশাদা উইলিয়ামসও ওযಞ়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজের কোচ শেন ডায়েটজ বলেছেন, এই সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো অর্জন আমরা ধরে রাখতে চাই। আমাদের এখনও অনেক দূর যেতে হবে। এর জন্য আমাদের ভালো করতে হবে এবং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ছয় ম্যাচ খেলার এটাই ভালো সুযোগ। আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট🧔ে আরও মেয়েদের সম্পৃক্ত করতে চাই এবং ভারতের দিকে তাকাতে চাই।
ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ও টি-টোয়েন্টি দল: হেইলি ম্যাথিউস (ক্যাপ্টেন), শামেইন ক্যাম্পবেল (ভাইস ক্যাপ্টেন), আলিয়া অ্যালেইন, শামিলিয়া কনেল, নেরিসা ক্র্যাফটন, দিয়েন্দ্রা ডটিন, আফি ফ্লেচার, শাবিকা গাজানবি, চিনেল হেনরি, জাইদা জেমস, কিয়ানা জোসেফ, ম্যান্ডি ম্যাংগ্রু, আশমিনী মুনিসার, কারিশ্মা রামহার, রাশাꦰদা উইলিয়ামস।