• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত প্রস্তুত : সার্জিস আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৯:১২ পিএম
এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত প্রস্তুত : সার্জিস আলম

রাজধানীর যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে চাপা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেছಌেন, “ষড়যন্ত্র করে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে লাভ নেই বরং এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত।”

বৃহস্🌠পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এমন প্রতিক্রিয়া জানিয়ে ন🃏িজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

সার্জিস আলম বলেন, “চট্টগ্রাম থেকে গতকাল (২৭ নভেম্বর) রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়া🐭র চেষ্টা করা হয়েছে!”

সারজিস বলেন, “এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি৷ ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদꦜ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম ম๊াথা নোয়াবার নয়৷ আমরা মরতে শিখে গিয়েছি।”

এর আগে, গতকাল রাতেই হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেন, “মারবা? পারবা না। আমরা আবরার ও𝔉 আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।”

Link copied!