ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পরবর্তী মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলের অন্তত ৯ জনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মঙ্🦄গলবার (২৭ নভেম্বর) রাত ও বুধবারের মধ্যে এসব হ༺ুমকি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকির তথ্য তাদের✃ কাছে আছে। সেই সঙ্গে ভুয়া🔯 কল করেও হুমকিপ্রাপ্তদের বাড়িতে পুলিশকে পাঠানোর ঘটনা ঘটেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী, গৃহায়ণমন্ꦗত্রী, কৃষিমন্ত্রী ও শ্রমমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বোমা হামলার হুমকি দেওয়া🌼 হয়েছে। এই তালিকায় অন্যদের মধ্যে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে যাকে নির্ধারণ করা হয়েছে তার নামও রয়েছে।
ট্রাম্পের🐻 অন্তর্বর্তী টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্পের হবু প্রশাসনের নেতা♛দের হুমকির এই ঘটনা আমেরিকানদের স্বভাবসুলভ নয়। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো তাদের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নিয়েছে।
কোনো হুমকিতে আমরা পিছপা হব না। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের♛ সামনে উদাহরণ হিসেবে রয়েছেন। তবে তিনি বা এফবিআই হুম🍰কিপ্রাপ্ত কারও নাম প্রকাশ করেনি।