• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রো-থর্প ট্রফি

স্টোকসের জন্মভূমিতে উইলিয়ামসন ও শোয়েবের সাফল্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৩:০৬ পিএম
স্টোকসের জন্মভূমিতে উইলিয়ামসন ও শোয়েবের সাফল্য
উইকেট লাভের পর শোয়েবকে শুভেচ্ছা জানান বেন স্টোকস। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকসের জন্মভূমি ক্রাইস্টচার্চ। সেখানেই ইং🎐ল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রো-থর্প ট্রফি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে নজর কাড়ౠলেন কেন উইলিয়ামসন ও শোয়েব বশির।  

৮ উইকেটে ৩১৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের ৯৩ রানের ইন🐟িংস আর শোয়েব বশিরের ৪ উইকেটে প্রথম দিনটার সাফল্য ভাগাভাগি করেছে দুই দল।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে 💙ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৪ রানে ওপেনার ডেভন কনওয়েকে (২) হারায় কিউইরা। এর🌳পর টম লাথামকে নিয়ে ৫৮ রানের জুটি করে উইলিয়ামসন। লাথাম ফিফটির কাছাকাছি (৪৭) গিয়ে আউট হলে জুটি ভাঙে।

এরপর তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ৬৮ রানের আরও একটি জুটি কꦕরেন উইলিয়ামসন। ৪৯ বলে ৩৪ রানে রবীন্দ্র সাজঘরে ফিরলে ড্যারিল ম⛄িচেলকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন অভিজ্ঞ এই ব্যাটার। উইলিয়ামসনকে রেখে বিদায় নেন মিচেলও। ১৯ রান করেন ডানহাতি ব্যাটার।

পরবর্তী ৩ উইকেটে আর বড় জুটি হয়নি। পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলকে নিয়ে উইলিয়ামসনের জুটিটি ছিল ২৮ রানের। এবার আউট হয় উইলিয়ামসন নিজেই। ১৯৭ বল মোকাবেলায় ১০ চারে ܫ৯৩ রান করেন দ𝐆ীর্ঘদিন পর মাঠে ফেরা ডানহাতি এই ব্যাটার।

অষ্টম উইকেটে ৪৬ রানের আরও একটি ভালো জুটি করᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস। দিনের শেষ পর্যন্ত উইকেটে আছেন ফিলিপস (৪১) ও টিম সাউদ♍ি (১০)।

ইংল্যান্ডের হয়ে ৬৯ রানে ৪ উইকেট শিকার করেছেন স্পিনার শোয়েব বশির। ২টি করে উইকেট নেন ব্রাইডꦓন কার্স ও গাস অ্যাটকিনসন।

Link copied!