• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতীয় দল পাকিস্তানে না এলে আমরাও সেদেশে যাবো না: নাকভি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০১:৪৪ পিএম
ভারতীয় দল পাকিস্তানে না এলে আমরাও সেদেশে যাবো না: নাকভি
জয় শাহ ও মহসিন নাকভি। ছবি: সংগৃহীত

গত বছর ওয়ানডে বি🐲শ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারতে গিয়েছিল। তাই তারℱা আশা করেছিল, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত দল পাকিস্তানে আসবে। কিন্তু না। পাকিস্তানের সে আশা বিফলে গেল। 

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনো দড়ি টানাটা🌜নি চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাফ🌌 বক্তব্য, তারাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। তিনি স্পষ্ট করে দেন যে, পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না।

গদ্দাফি স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান বলেন, ‘আমি কথা দিচ্ছি পাকিস্তান ক্রিকেটের জন্য যা ভালো করা সম্ভব আমি তার পুরো চেষ্টা করব। আমি ধারাবাহিকভাবে আইসিসির চেয়ারম🐟্যানের সঙ্গে কথা বলে চলেছি এবং আমার দলও তাদের সঙ্গে য🦩োগাযোগ রেখেছে। তবে আমি আমাদের অবস্থান স্পষ্ট করে দিতে চাই, যদি ভারত পাকিস্তানে এসে না খেলতে চায় তাহলে আমরাও সে দেশে গিয়ে খেলব না। এরকম কোনও আবেদন মেনে নেওয়া হবে না। যা সিদ্ধান্ত নেওয়া হবে তা সবার জন্য সমান হতে হবে।’

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানে।  সেখানে মোট ৩টি ভেন্যুতে খেলা হবে। তবে ভারত সরকার পাকিস্তানে 𒆙তাদের দলের সফরের অনুমতি দিবে না।

উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকে ভারতীয় দল সেই দেশে সফর করেনি। এর আ෴গে নাকভিকে একাধিকবার বলেন, ‘চেষ্টা করা হবে যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা যাতে পাকিস্তানের জন্য ভালো হয়। কিন্তু আবার মনে করিয়ে দেব যে পাকিস্তান ভারতে খেলতে যাবে না। আর তারাও এদেশে আসতে চাইছে না।’  

ডিসেম্বরে পরিবর্তন হবে আইসিসির চেয়ারম্যান পদে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জয় শাহ।  নাকভি বলেন, ‘ডিসেম্বরে জয় শাহ দায়িত্বভার গ্রহণ করবেন। আমি বিশ্বাস করি তিনি যখন বিসিসিআই থেকে আইসিসিতে যাবেন তখন বহুজাতꦰিক সংস্থার কিসে ভালো হবে সেই কথাটা ভাববেন। আমরা সেই আশাটাই রাখছি।🎉 যখনই কেউ এরকম একটা পদে বসেন তখন তিনি সংস্থার ভালো হবে কিসে সেটাই চিন্তা করেন।’

Link copied!