• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বসুন্ধরার বিপক্ষে বিশাল অভিযোগ, দল ছাড়ার ঘোষণা ব্রাজিল তারকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৪:২৭ পিএম
বসুন্ধরার বিপক্ষে বিশাল অভিযোগ, দল  ছাড়ার ঘোষণা ব্রাজিল তারকার
বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিলেন রবিনিয়ো। ছবি : সংগৃহীত

যেখানে স্বাধীনতার পর বেশ কয়েক দশক ধরে মোহামেডান ও আবাহনী ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল দুই ক্লাব। কিন্তু জনপ্রিয়তা না পেলেও✃ অর্থের জোরে বাংলাদেশের ক্লাব ফুটবলে একচ্ছত্র আধিপত্য এখন বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজত্ব করে চলেছে তারা। তাদের সাফল্যের পেছনে বড় অবদান ব্রাজিলিয়ান তারকা রবসন আজেভেদো দ্য সিলভার। যাকে রবিনিয়ো নামেই চেনেন সবাই। এবার কিংসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন তিনি।

৮ মাসের বেতন না পেয়ে কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন রবিনিয়ো। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণা দꦗেন ২৯ বছর বয়সী এই ব্র꧙াজিলিয়ান। সেই পোস্টেই জানান বেতন বকেয়া থাকার কথা।

২০২১ সালের নভেম্বরে কিংসে যোগ 🅰দেন ব্রাজিলের শীর্ষ লিগের দল ফ্লুমিনেন্সের হয়ে ২৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্প🅰ন্ন রবিনিয়ো। মানসম্মত এই ফরোয়ার্ড দ্রুতই দেশের ফুটবলে সেরা তারকাদের একজন হয়ে ওঠেন। কিন্তু এবার অভিমান নিয়েই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

ফেসবুকে দেয়া পোস্টে রবিনিয়ো জানান, ‘বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ হতে চলেছে এবং আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সব ভকꦡ্ত, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের প্রতি, যাদের সাথে কাজ করার সম্মান পেয়েছি। একসাথে, আমরা ইতিহাস গড়েছি।’  

সেই পোস্টে এরপর তিনি ক্ষোভ ঝাড়েন, ‘আমি বাংলাদেশে আমার সময়কাল সুখী ও সুস্থতার সঙ্গে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু দু💖র্ভাগ্যজনকভাবে ক্লাবের ম্যানেজমেন্ট যেভাবে অসম্মান দেখিয়েছে, তা সত্যিই দুঃখজনক। ম্যানেজমেন্টে এমন কিছু ব্যক্তি আছেন, যাদের একমাত্র লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা এবং এটা শুধু খেলোয়াড়দের জন্যই ক্ষতিকর নয়, ক্লাবেরও ক্ষতি করে। যে কারণে ৮ মাসের বেতন বুঝে না পেয়েই আমি এই অধ্যায় শেষ করছি।’

রবিনিয়ো ২০২১ সালে কিংসে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৯৭টি ম্যাচ🐻 খেলেছেন। কিংসের জার্সিতে ৬৪টি গোল এবং ৪৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। একবার লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। জিতেছেন বছরের সেরা খেলো꧟য়াড়ের পুরস্কারও। কিংসের হয়ে তিনবার বিপিএলের শিরোপা ও একবার ফেডারেশন কাপের শিরোপা জিতেছেন তিনি।

Link copied!