আইপিএলের নিলাম শেষ। আগামী বছরের আইপিএলে ২২৮ জন ক্রিকেটা🃏রকে দেখা যাবে ১০টি দলের জার্সিতে। তবে দীর্ঘ দিন আইপিএল খেলা বেশ কয়েক জন বিশ্বমানের ক্রিকেটার এবার দলই পাননি। সেই তালিকার সেরা ১০ জনের মধ্যে রয়েছেন বাংলাদেশের দুইজন।
ডেভিড ওয়ার্নার: বিশ্বের অন্যতম আগ্রাসী ব্যাটার। আইপিএল꧅ খেলার অভিজ্ঞতা যথেষ্ট। তার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্🍷স হায়দরাবাদ। নিলামে নিজের ন্যূনতম দাম রেখেছিলেন ২ কোটি রুপি। কিন্তু তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও দল।
কেন উইলিয়ামসন: বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। গত তিন বছর উইলিয়ামসন ছিলেন গুজরাত টাইটান্সে। হায়দরাবাদের সাবেক এই অধিনায়ক দাম রেখেছিলেন ২ 🔯কোটি রুপি। কিন্তু দ🃏লই পাননি।
স্টিভ স্মিথ: বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ও অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আ𒉰ইপিএল খেলেছিলেন। তার ন্যূনতম দাম ছিল ২ কোটি রুপি। তাকে গুরুত্বই দিল না কোনও দল।
জেমস অ্যান্ডারসন: বিশ্𝔉বের অন্যতম সেরা ফাস্ট বোলার। এরআগে কোনও দিন আইপিএল খেলেননি। প্রথমবার আইপিএল নিলামের জন্য নাম অন্তর্ভুক্ত করিয়েছিলেন। ন্যূনতম দাম রেখেছিলেন ১ কোটি ২৫ লাখ রুপি। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি ৭০৪টি টেস্ট উইকেটের মালিকের প্রতি।
সাকিব আল হাসান: আইপিএলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার বাংলাদেশের সাবেক অধিনায়ক। ২০১১ সালে প্রথম খেলেন কেকেআরের হয়ে, শিরোপাও জিতেছেন। এবার নিলামে অংশ ন🍰িয়েও আর দল পেলেন না শাকিব। তার ন্যূনতম দাম ছিল ১ কোটি রুপি।
জনি বেয়ারস্টো: আইপিএলের সফল ওপেনা🍃রদের অন্💦যতম বেয়ারস্টো। নিজের ন্যূনতম দাম রেখেছিলেন ২ কোটি রুপি। তিনি দল পেলেন না।
ড্যারিল মিচেল: নিউজিল্যান্ডের অলরাউন্ডার ২০২২ সালে রাজস্থান রয়্যালস এবং ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপ🌸িএল খেলেছেন। আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার। আইপিএলে দল পেলেন না মিচেল। তার নূন💮্যতম মূল্য ছিল ২ কোটি টাকা।
মুজিব উর রহমান: ২০২১ সালে হায়দরাবাদের হয়ে শেষ বার আইপিএল খেলেছিলেন আফগানিস্তানের অফ স্পিনার। মুজিবের ন্যূনতম দাম ছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত অবিক্রিত থেকে ဣগিয়েছেন।
আলজারি জোসেফ: ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার। ২০২২ সালে তিনি ছিলেন গুজরাত টাইটান্সে। সেবার দলকে চ♔্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনিও এবার দল পাননি। ন্যূনতম দাম ছিল ২ কোট🐷ি রুপি।
মোস্তাফিজুর রহমান: ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন বাংলাদেশের পেসার। গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪টি উইকেট। কিন্তু এবার কোনও দলই উপমহাদেশের🎶 অন্যতম সেরা পেসারের প্রতি আগ্রহ দেখায়নি। ন্য🉐ূনতম মূল্য ছিল ২ কোটি রুপি।