রাষ্ট্রীয় সফরে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। কিছুদিনের মধ্যেই তিনি বাংলাদেশ ভারত ও পাকিস্তান সফর করতে 🏅পারেন। ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানির এই সফর শুরু হতে পারেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
শুক্রবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর💦ের এক প্রতিবেদনে এ তথ্য🐻 জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ 🌞রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি কনসোর্ট ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যান্সার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন।
সংশ্লিষ্ট এক সূত্র বলেছে, “রাজা এবং রা🍌নির জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভারতীয় উপমহাদেশ⛎ে তাদের একটি সফর শুরুর কথা রয়েছে; যা বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে। এই সময়ে ব্রিটেনের জন্য রাজা এবং রানিই জুৎসই রাষ্ট্রদূত।”
ডেইল মিরর বলছে, রাজ সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে। গত বছর ভারত সফর বাতিল করার পর রাজা ও রানিকে অভ্যর্থনা জানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্🦹দ্র মোদি।
২০০৬ সালে ক্যামিলাকে সঙ্গে নিয়ে ওয়েলসের যুবরাজ হিসেবে এক সপ্তাহের জন্য পাকিস্তান সফর করে꧒ছিলেন চার্লস। সেই সময় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আপনাদের কাছে পৌঁছাতে আমার𝕴 প্রায় ৫৮ বছর লেগেছে। তবে এটা যে চেষ্টা করার অভাবে নয়, তা আমি বলতে পারি।”