পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাবজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া তার সৌদি আরবের আল নাসর যেন একেবারেই সাদামাটা একটি দল🌳। টানা দুই ম্যাচে রোনালদোর জোড়া গোলে বিজয় ছিনিয়ে আনে আল নাসর। যেই তাকে ছাড়া মাঠে নামলো দল, সেই হারতে হলো তাদের।
সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যা𝔍চে আলꦍ নাসরকে ২-১ গোলে হারিয়ে দেয় কাতারের আল সাদ ক্লাব।
অবশ্য আল নাসর আগেই শেষ ষোল ন▨িশ্চিত করে ফেলেছিল। আর সে কারণে রোনালদোকে বিশ্রামে রাখে দলটি। মাঠে না নামলেও পর্তুগিজ তারকা রোনালদো গ🅷্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন।
ম্যাচের ৫৩ মিনিটে আকরামের গোলে এগিয়ে যায় আল সাদ। পরবর্তীতে আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আসে আল নাসরের অনুকূলে। ইনজুরি সময়ে আল সাদের এডাম ওনাস গোল করলে হার নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।🐼
১৩ পয়েন্ট নিয়ে আল নাসর ‘বি🦩’ গ্রুপে তৃতীয় স্থানে আছে। সমান সংখ্যক পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল🍨 রয়েছে দ্বিতীয় স্থানে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল আহলি ক্লাব।