ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস🌃্🥂থিত ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে হঠাৎ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবা🦋র (৩ ডিসেম্বর) কে বা কারা তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পর্যটন দপ্তরে ইমেইল করেছে। এই হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্🌟তারক্ষীরা।
সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেﷺ।
তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিব আহমদের বরাত 🐬দিয়ে প্রতিবেদনে বলা হয়, হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, একটি ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল। তবে সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে কারা এই হুমকি দিয়েছে- তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।
উত্তরপ্রদেশ পর্যটনের উপ-পরিচালক দীপ্তি ভাতসা জানান♔, বোমা হামলার হুমকি পাওয়ার পরই ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশকে ফরোয়⛄ার্ড করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিꦚবেদনে বলা হয়, এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
ভারতে কিছুদিন ধরেই ইমেইলের মাধ্যমে স্কুল, ট্রেন, হোটেল ও বিমানে বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। যদিও এসব হুমকির বেশিরভাগই ভু🅘য়া বলে প্রমাণিত হয়েছে।