• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিল্মফেয়ার ওটিটি আসরে জামদানিতে জয়ার চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১০:৪৪ এএম
ফিল্মফেয়ার ওটিটি আসরে জামদানিতে জয়ার চমক
অভিনেত্রী জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও প্রসংশা কඣুড়াচ্ছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক𓂃 ও মানবিক কর্মকাণ্ডের জন্যও বেশ আলোচিত এই অভিনেত্রী। এছাড়া বিভিন্ন সময় সাজ ও ফ্যাশন দিয়েও মুগ্ধতা ছড়ান জয়া।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসেরꦿ পঞ্চম আসর। সেখানেও ভিন্নধর্মী পোশাকে দেখা যায় জয়া আহসানকে। ওই অনুষ্ঠানে জামদানি শাড়িতে দেখা যায় জয়া আহসানকে। তবে চমকপ্রদ তথ্য হলো বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস।

 

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায়꧂ এক ফেসবুক স্ট্যাটাসܫে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার। বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরনཧ আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন, “সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল🌠্পনা ছিল একটু অন্যরকম করে জা🐽মদানি শাড়ি পরব।

 

 

আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞꦯ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।💝”

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই 🐼অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।

অভিনেত্রী হিসেবে জয়া আহসানের দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতেই নাটকে অভিনয় করে তিনি জনপ্রিয় হন। পরে একসময় নাটকে বিরক্ত হয়ে যান। তখন চাইছিলেন সিনেমায় নিয়মিত অভিনয় করতে। নꦑুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাতার’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার꧂ পান। ভারতেও তাঁর এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার।

 

 

Link copied!