বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আꦛগ্রহಞী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম
অ্যাসোসিয়েট 🐬ম্যানেজার, সাইব🍷ার থ্রেট ইন্টেলিজেন্স অ্যান্ড এসওসি, ইনফরমেশন সিকিউরিটি
পদসংখ্যা
অনির্ধারিত
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা আইটি𒆙–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিএফআর/সিএসএ, সিইএইচ/সিপিইএইচ, সিপিটি/এলপিটি, সিডিএফই/সিএইচএফআই/এলএফই প্রফেশনাল সার্টিফিকেট থাকলে ভালো। ইনফরমেশন সিকিউরিটিতে অন্তত পাঁচ বছর বা আইটি ক্💫ষেত্রে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেওয়ার্ক ডিফেন্ডারস, এথিক্যাল হ্যাকিং, ইনসিডেন্ট রেসপন্স, কম্পিউটার ফরেনসিস ও রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কারিগরি দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন
ফুলটাইম
কর্মস্থল
ঢাকা
বেতন
আলোচনা সাপেক্ষে
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের চাকরিস𝕴ংক্রান্ত ওয়েবসাইটের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply 🅠Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
১৪ ডিসেম্বর ২০২৪